কাণ্ড- একগোপাল ভাঁড়ের দোতলা বাড়ি তৈরি হলে সে তার প্রতিবেশী এক ভাতিজাকে ছাদের উপর দাঁড়িয়ে ডাকতে লাগলো, ‘রাখাল, ও রাখাল, কী করছিস ওখানে?’ রাখাল বুঝলো, কাকা তাকে দোতলা বাড়ি দেখাচ্ছে। তাই সে কোনো কথা বলল না।
Advertisement
এর বহুদিন পর রাখালও নিজের চেষ্টায় ছোটখাট একটা দোতলা বাড়ি তৈরি করল। তারপর ছাদে উঠে ডাকতে লাগল, ‘কাকা কাকা, সে বছর আমায় ডেকেছিলে কেন?’
****
কাণ্ড- দুইগোপাল ভাঁড়কে এক লোক বলল–লোক: গোপাল, তোমার জন্য একটা সুসংবাদ আছে।গোপাল: কী সুসংবাদ?লোক: তোমার পাশের বাড়িতে দেখলাম বিরাট খানাপিনার আয়োজন করা হয়েছে।গোপাল: তাতে আমার কী?লোক: না দেখলাম, সেই বাড়ি থেকে খানাপিনা নিয়ে তোমার বাড়িতেও গেল।গোপাল: তাতে তোমার কী?
Advertisement
****
কাণ্ড- তিনছোটবেলায় গোপাল ভাঁড় কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে বুড়োরা তাকে ক্ষেপাত আর হাসত, ‘গোপাল, এরপর তোমার পালা।’
এ কথা শুনে গোপালের খুব রাগ হতো। বুড়োদের কিভাবে জব্দ করা যায়, সেই পথ খুঁজতে লাগল এবং একসময় পেয়ে গেল। শবদাহ আর শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে ওইসব বুড়োদের বলতে লাগল, ‘এরপর তোমার পালা!’
এসইউ/জেআইএম
Advertisement