দেশজুড়ে

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৭৮৬ পিস ইয়াবাসহ কামরুল হাসান নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অপারেশন দল উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ কামরুল হাসানকে গ্রেফতার করে।কামরুল গোবিন্দপুর গ্রামের মো. আব্দুল কুদ্দুস ভুইয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৩৫ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছে। এ বিষয়ে রাতে বুড়িচং থানায় মামলা হয়েছে।কামাল উদ্দিন/বিএ

Advertisement