ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
Advertisement
মঙ্গলবার এক শোক বার্তায় তিনি প্রয়াত ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ভাষা আন্দোলনের উত্তাল সংগ্রামে রওশন আরা বাচ্চুর অবদান ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে। তার সাহসিকতা ও দেশের প্রতি মমত্ববোধ নতুন প্রজন্মের সামনে আদর্শ হয়ে থাকবে।
ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
Advertisement
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
এইউএ/এমএসএইচ/এমএস