জাতীয়

সিজার হত্যায় পুলিশের তদন্ত কমিটি গঠন

রাজধানীর গুলশানের দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ হেড কোয়ার্টার্স। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। মঙ্গলবার পুলিশ হেড কোয়ার্টার্সে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম বিজ্ঞপ্তিতে জানান, কমিটিকে সহযোগিতা করতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের বাছাই করা দক্ষ ও চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত ইউনিট গঠন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল হায়দার এই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় আইজিপি এই ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার কথা বলেছেন। ইন্টেলিজেন্স সংগ্রহ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদ্ঘাটন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল পুলিশ ইউনিটকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতেও বলেন তিনি।এ সময় সভায় রাজধানীর কূটনৈতিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, ফুট ও মোটর সাইকেল প্যাট্রল, চেক পোস্ট, তল্লাশি জোরদার করার কথা জানান এআইজি নজরুল ইসলাম। ইতালির নাগরিক হত্যা রহস্য উদ্ঘাটন এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বিশেষ এ সভায় সভাপতিত্বে করেন ভারপ্রাপ্ত আইজিপি মো. মোখলেসুর রহমান। এ সময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিআইজি (অপরাধ) মো. হেলাল উদ্দিন বদরী, সিআইডির ডিআইজি মো. সাইফুল আলম, ডিআইজি (সিটি এসবি) মো. মোশাররফ হোসেন ভূঁঞা, ডিআইজি (রাজনৈতিক) মো. মাহবুবুর রহমান, পিবিআই’র ডিআইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।# তাভেলা সিজারকে হত্যার ঘটনায় গিবসনের নিন্দা# তাভেলা সিজারকে হত্যা : ইইউ রাষ্ট্রদূতের নিন্দা# ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় মামলা# ইতালিয়ান নাগরিক হত্যা : আইএসের দায় স্বীকার# দেশে যে নিরাপত্তা নেই সিসারে হত্যাকাণ্ড তারই প্রমাণ## ইতালিয়ান নাগরিক হত্যা : হামলায় অংশ নেয় তিন যুবক## আগে থেকেই অনুসরণ করা হয় ওই বিদেশিকে## ইতালিয়ান নাগরিক হত্যা : সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে ডিবি এআর/আরএস/পিআর

Advertisement