খেলাধুলা

ভারত `এ` দলের কাছে দ. আফ্রিকার হার

হার দিয়ে ভারত সফর শুরু করলো দক্ষিণ আফ্রিকা। সফরে একমাত্র প্রস্তুতিমূলক টি-টুয়েন্টি ম্যাচে ভারত `এ` দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই ওপেনার কুইন্টন ডি কককে হারায় তারা। ডি কককে হারানোর ব্যাথাটা দ্রুতই ভুলিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স ও অধিনায়ক ফাফ ডু-প্লেসি। দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা। ডি ভিলিয়ার্স ৩৭ রানে ফিরে গেলেও, ৪২ রান করে আহত অবসর হন ডু-প্লেসিস। পরবর্তীতে ৩২ বলে ৬৮ রানে ঝড়ো গতির ইনিংস খেলে দলের স্কোর ৩ উইকেটে ১৮৯ রানে নিয়ে যান জেপি ডুমিনি। জয়ের জন্য ১৯০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১১৯ রান পেয়ে যায় ভারত। দুই ওপেনার মানন ভোরা ও মাইনাক আগারওয়াল দু’জনই স্বাদ পান হাফ-সেঞ্চুরির। ভোরা ৪২ বলে ৫৬ রান করে ফিরে গেলেও, ৪৯ বলে ৮৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন আগারওয়াল।শেষ পর্যন্ত ভারতের জয় নিশ্চিত করেন সনজু স্যামসন ও মনদীপ সিং। স্যামসন ৩১ ও মনদীপ ১২ রানে অপরাজিত ছিলেন। ভারতের পতন হওয়া দু’টি উইকেট নিয়েছেন মার্চেন্ট ডি ল্যাঙ্গে ও ডুমিনি।আগামী ২ অক্টোবর ধর্মশালায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। পরের দু’টি টি-২০ অনুষ্টিত হবে যথাক্রমে ৫ ও ৮ অক্টোবর। আর টি-২০ সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দু’দল।এমআর/আরআইপি

Advertisement