দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে মানবসম্পদ (এইচআর) সুবিধা দেবে জনপ্রিয় জবস পোর্টাল জাগোজবস ডটকম। এ উপলক্ষে রোববার সকালে বেঙ্গল গ্রুপের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে জাগো জবস এখন থেকে বেঙ্গল গ্রুপের অফিসিয়াল ক্যারিয়ার পার্টনারে পরিণত হলো।
Advertisement
অনুষ্ঠানে জাগো জবসের পক্ষে সহকারী ব্যবস্থাপক আরিফুর রহমান এবং বেঙ্গল গ্রুপের পক্ষে মহাব্যবস্থাপক জিহাদ উদ্দীন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
বেঙ্গল গ্রুপের মহাব্যবস্থাপক জিহাদ উদ্দীন আহমেদ বলেন, ‘অনলাইনে চাকরিপ্রার্থীরা সহজেই চাকরি খুঁজে পান এবং আবেদন করতে পারেন। সে সুবিধার পথ আরও সুগম করার জন্য জাগো জবসকে ধন্যবাদ। কেননা জাগো জবস দেশের অন্যতম জনপ্রিয় পোর্টাল।’
তিনি আরও বলেন, ‘জাগো জবসের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে বেঙ্গল গ্রুপের সব ধরনের চাকরি জাগো জবসে পাওয়া যাবে। চাকরিপ্রার্থীরা জাগো জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাই আমরা জাগো জবসের সঙ্গে এগিয়ে যেতে চাই।’
Advertisement
জাগো জবসের সহকারী ব্যবস্থাপক আরিফুর রহমান বলেন, ‘বেঙ্গল গ্রুপ বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে জাগো জবস অত্যন্ত গর্বিত। সব ধরনের চাকরির খবর প্রার্থীদের কাছে সবার আগে পৌছে দেওয়াই জাগো জবসের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘এ চুক্তির মাধ্যমে বেঙ্গল গ্রুপের সব ধরনের চাকরির বিজ্ঞাপন ও সিভি ব্যাংক সুবিধা দেওয়া হবে। অন্য সব প্রতিষ্ঠানের পাশাপাশি বেঙ্গল গ্রুপকেও এমন সেবা দেবে জাগো জবস। এখন থেকে সব চাকরির খবরের সঙ্গে বেঙ্গল গ্রুপের চাকরির বিজ্ঞাপনও পাওয়া যাবে সবার আগে।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাগো জবসের এক্সিকিউটিভ আজমুল হুদা ও বেঙ্গল গ্রুপের হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ মো. নাজমুল হোসেন।
এসইউ/এমকেএইচ
Advertisement