পৃথিবীর ফুসফুস-খ্যাত গভীর অরণ্য আমাজনে আগুন লাগাতে মার্কিন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অর্থ ঢেলেছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি বলেছেন, অগ্নিনির্বাপনকর্মীদের মাধ্যমে বনে আগুন লাগাতে এনজিওগুলোতে তহবিলের জোগান দিয়েছেন ডিক্যাপ্রিও।
Advertisement
তবে শনিবার ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করে ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়েছেন ৪৫ বছর বয়সী মার্কিন এই অভিনেতা। এতে তিনি বলেছেন, কোনো সংস্থাকেই তিনি অর্থ দেননি।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক এক ভাষণে বলসোনারো অভিযোগ করে বলেন, আমাজনে আগুন লাগানোর জন্য ডিক্যাপ্রিও একটি এনজিওকে ৫ লাখ ডলার অর্থায়ন করেছেন। পরিবেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর এই বনাঞ্চলে আগুন ও অনুদানের বিষয়টি মানুষের নজরে আনতে ডিক্যাপ্রিও এটি করেছেন।
তবে অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেননি ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারো। তিনি বলেছেন, বনে যারা আগুন দিয়েছেন; ডিক্যাপ্রিও তাদেরকে ৫ লাখ ডলারের কিছু দিয়েছেন।
Advertisement
শুক্রবারও ডিক্যাপ্রিওর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ভবিষ্যৎ... সঙ্কটাপন্ন। দীর্ঘদিনের পরিবেশ আন্দোলনকর্মী ডিক্যাপ্রিও তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, অপরিহার্য এই বাস্তুতন্ত্রের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে এবং যারা এর সুরক্ষায় কাজ করছেন আমি তাদের সঙ্গে থেকে গর্ব বোধ করছি।
সাংস্কৃকি ও প্রাকৃতিক এই ঐতিহ্য রক্ষায় ব্রাজিলে যারা কাজ করছেন তাদের প্রশংসা করেছেন মার্কিন এই অভিনেতা। গত আগস্টে ব্রাজিলের গভীর বনাঞ্চল আমাজনে বিভিন্ন প্রান্তে শত শত স্থানে আগুন লাগে। এতে বিশাল বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যায়। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো আমাজনের অগ্নিকাণ্ডের জন্য এনজিওগুলোকে দায়ী করছেন।
সূত্র : এএফপি।
এসআইএস/এমএস
Advertisement