জাতীয়

তাভেলা সিজারকে হত্যা : ইইউ রাষ্ট্রদূতের নিন্দা

রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদান। একই সঙ্গে এই ঘটনায় তিনি নিজেও আতংকিত বলে জানিয়েছেন।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এটি একটি ‘সন্ত্রাসী হামলা’। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বর্বর এ হামলার ‘সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার’ নিশ্চিত করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক দরিদ্রদের সহায়তা করতে এসেছিলেন তাভেলা সিজার। এ জন্যই তার হত্যার ঘটনা আরো বেশি উদ্বেগজনক। এ ঘটনায় নিজেও ‘আতংকিত’ বোধ করছেন বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। বিবৃতিতে ইইউ প্রতিনিধি দলের পক্ষে সিজারের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান পিয়েরে মায়াদান।উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এ তাভেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার নিহত তাভেলা সিজারের সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন। এদিকে এ ঘটনায় কূটনীতিক পাড়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।# ইতালিয়ান নাগরিক হত্যা : আইএসের দায় স্বীকার# দেশে যে নিরাপত্তা নেই সিসারে হত্যাকাণ্ড তারই প্রমাণ## ইতালিয়ান নাগরিক হত্যা : হামলায় অংশ নেয় তিন যুবক## আগে থেকেই অনুসরণ করা হয় ওই বিদেশিকে## ইতালিয়ান নাগরিক হত্যা : সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে ডিবি এসএ/আরএস/আরআইপি

Advertisement