বগুড়ার সারিয়াকান্দিতে দু`দফা বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ২শ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়।সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রত্যয় হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দু`দফা বন্যা ও নদী ভাঙনে রাস্তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় থেকে ২শ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এটি এম বেনজির রহমান জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১৪টি প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এসব প্রতিষ্ঠান মেরামত করা হবে।
Advertisement