খেলাধুলা

আবারো ক্লাব ছাড়লেন রোনালদিনহো

দুই মাসে মাত্র নয় ম্যাচ খেলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন রোনালদিনহো। গত জুলাইতে মেক্সিকান ক্লাব কেয়েরেতারো ছেড়ে আসা রোনালদিনহোর সঙ্গে দুই পক্ষের সম্মতিতেই চুক্তি শেষ হয় বলে সোমবার ক্লাব ফ্লুমিনেন্সের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।  একই দিনে বিষয়টি রোনালদিনহোও নিশ্চিত করেছেন। ক্লাবকে ধন্যবাদ জানিয়ে সোমবার সকালে ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলার টুইটারে লিখেছেন, `সম্পূর্ণ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সঙ্গে জানাতে চাই এই মহান ক্লাব ছেড়ে আমি চলে যাচ্ছি।`ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, `দুই পক্ষের সম্মতিক্রমে ফ্লুমিনেন্সের সঙ্গে রোনালদিনহো গাউচোর চুক্তি বাতিল করা হলো।` জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে বারবার অনুশীলন এড়িয়ে গেছেন রোনালদিনহো। অসুস্থতার জন্য তার অতিরিক্ত পার্টি লাইফের প্রতি আসক্তি দায়ী করছেন অনেকে। তবে ক্লাব কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো অভিযোগ করেননি। দলটির সাথে ১৮ মাসের চুক্তিতে আসলেও রোনালদিনহোর বাজে পারফরম্যান্সের জন্য সমালোচিত হয়ে আসছিলেন এই তারকা। পাশাপাশি ক্লাবেরও কোনো উন্নতি হয়নি। যদিও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হচ্ছিল ক্লাবটি। বিশেষ করে মার্কেটিংয়ে এগিয়ে গিয়েছিল তারা। সাবেক বর্ষসেরা রোনালদিনহো এখন কোন ক্লাবে যোগ দেবেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।আরটি/এমআর/পিআর

Advertisement