দেশজুড়ে

উপ-নির্বাচন : নাজিরপুর উপজেলা প্রার্থীদের প্রতীক বরাদ্দ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আরিফুল হক প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।প্রতীকপ্রাপ্তরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মালেক বেপারী পেয়েছেন (দোয়াত কলম প্রতীক), বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান পেয়েছেন (আনারস প্রতীক) ও সতন্ত্রপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বাবু অমূল্য রঞ্জন হালদার (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন। আগামী ১৫ অক্টোবর নাজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, লেভেল পেলেয়িং ফিল্ড তৈরি হলে তাদের সমর্থিত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। এ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।উলে­খ্য, গত বছরের ২৭ ফেব্রুয়ারী নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০ দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খানের প্রার্থীতা নিয়ে আইনী জটিলতা দেখা দিলে তিনি প্রার্থীতা বহাল রাখার জন্য হাইকোর্টে রিট করেন। তার রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তার (নজরুল ইসলাম খান) পক্ষে ১ বছর সময় দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। এসময়ের মধ্যে মামলাটি নিস্পত্তির জন্য বলা হয়। কিন্তু সে সময় শেষ হলে হাইকোর্ট তার বিপক্ষে রায় দিলে তিনি সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের জন্য আবেদন করলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। এছাড়া নজরুল ইসলাম খানের বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, নাশকতাসহ বেশ কয়েকটি মামলায় আদালতে পুলিশ চার্জশিট দাখিল করে। পরবর্তীতে গত ১৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে পদটি শূন্য ঘোষণা করা হয়। হাসান মামুন/ এমএএস/পিআর

Advertisement