জাতীয়

তাভেলা সিজারকে হত্যার ঘটনায় গিবসনের নিন্দা

রাজধানী ঢাকার গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানান এই হাইকমিশনার।বিজ্ঞপ্তিতে হাইকমিশনার বলেন, নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও-বিডি’র প্রকল্প ব্যবস্থাপক তাভেলা সিজারকে হত্যার এ ঘটনা কাপুরুষোচিত। একজন স্বেচ্ছাসেবকের ওপর এমন হামলার ঘটনা বিদেশি নাগরিকদের জন্য ভীতিকর।এ সময় তাভেলা সিজারের পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রবার্ট ডব্লিউ গিবসন।উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এ তাভেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার নিহত তাভেলা সিজারের সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন। এদিকে এ ঘটনায় কূটনীতিক পাড়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।এসএ/আরএস/পিআর

Advertisement