কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, এই সরকার বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে। দেশে আইনের শাসন নেই। নেই জনগণের নিরাপত্তা। দেশের এই পরিস্থিতিতে ঐক্যের বিকল্প নেই।যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের এক সমাবেশে বক্তৃতাকালে মাহিদুর রহমান এ সব কথা বলেন। নিউইয়র্কের সিটির ইস্ট এলমার্স্টস্থ কোর্ট ইয়ার্ড ম্যারিয়ট হোটেলে সম্প্রতি সমাবেশের আয়োজন করা হয়।তিনি বলেন, তাদের নেতা একজন। তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তারপর তাদের নেতা তারেক রহমান।তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হবে। দলের মধ্যে সিনিয়রদের, বড়দের সম্মান জানাতে হবে। দলের ডিসিপ্লিন মানতে হবে। দলে কেউ কারো চেয়ে ছোট নন। সবাই বিএনপি ফ্যামিলির লোক। আর দায়িত্ব পালন করতে হলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে।তিনি বলেন, দলের একজন আরেকজনকে সহযোগিতা করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দলকে সিস্টেমে আনতে হবে। কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করতে হবে। আচার-আচরণ ভালো করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দলকে ভালোবাসতে হবে। দলের জন্য কাজ করতে হবে।যুক্তরাষ্ট্র বিএনপির বিবদমান গ্রুপগুলোর শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক দূত ডা. মজিবুর রহমান মজুমদার, এফ সরদার সাদী, যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সভাপতি আব্দুল লতিফ সম্রাট, প্রাক্তন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, প্রাক্তন সহ-সভাপতি সামসুল ইসলাম মজনু, অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রাক্তন যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন, প্রাক্তন যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, মহিলাদল, শ্রমিকদলের প্রায় দুই শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Advertisement