ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছে। সোমবারের এ হামলায় মারাত্মক আহত হয়েছে আরো অনেকে। জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, দেশটির মোচা বন্দরের কাছে একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে ওই বিমান হামলা চালানো হয়েছে। একজন হুথি বিদ্রোহী ওই এলাকায় একটি হলে তার বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছিলো। আর তখনই এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় শিশু ও নারীসহ কমপক্ষে ১৩৫ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে হতাহতের এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।এর আগে গত আগস্টে দেশটির উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে একটি বোতলজাত পানি কারখানায় বিমান হামলায় ৩১ জন নিহত হয়। এসআইএস/পিআর
Advertisement