২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগে লেভারকুসেনকে একাই ধসিয়ে দিয়েছিলেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে শেষ ষোলোর ওই ম্যাচে মেসি করেছিলেন ৫ গোল। আর লেভারকুসেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। তিন বছর পর মঙ্গলবার রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে লেভারকুসেন। হাঁটুর ইনজুরির কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। তাই গ্রুপ পর্বের এই ম্যাচে মেসিহীন বার্সাকে পাচ্ছে লেভারকুসেন। চলতি মৌসুমে বার্সার সময়টা তেমন ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রোমার সঙ্গে ড্র করেছে দলটি। অপরদিকে দুর্দান্ত শুরু করেছে লেভারকুসেন। নিজেদের প্রথম ম্যাচে বরিসভকে ৪-১ গোলে হারিয়েছে তারা। তবে মেসির না থাকাটাকে আক্ষেপ হিসেবে দেখছে লেভারকুসেনের খেলোয়াড়রা। দলের উইঙ্গার কেভিন ক্যাম্পল বলেছেন, ‘মেসির বিপক্ষে খেলা সব ফুটবলারেরই একটা স্বপ্ন।’ সম্প্রতি ম্যানইউ থেকে লেভারকুসেনে যোগ দেয়া হাভিয়ার হার্নান্দেজ বলেছেন, ‘তার (মেসির) ইনজুরিতে আমি মোটেও খুশি নই। স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিজীবন এবং পেশার ক্ষেত্রে আমরা সর্বাগ্রে ভালো স্বাস্থ্য কামনা করি। এটা দুর্ভাগ্য।’একই দিনে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ, চেলসি ও আর্সেনাল। ‘জি’ গ্রুপে হোসে মরিনহোর চেলসি মুখোমুখি হচ্ছে তারই সাবেক দল পোর্তোর। মরিনহোর হাত ধরেই ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে পর্তুগালের ক্লাবটি। রিয়াল মাদ্রিদের সাবেক শিষ্য গোলকিপার ইকার ক্যাসিয়াস এদিন মরিনহোর প্রতিপক্ষ! ‘এফ’ গ্রুপে ঘরের মাঠে ডায়নামো জাগরেবের মুখোমুখি হবে বায়ার্ন। ইংলিশ জায়ান্ট আর্সেনাল মুখোমুখি হবে অলিম্পিয়াকোসের বিপক্ষে।‘ই’ গ্রুপে আজ স্বাগতিক বাতে বরিসভের প্রতিপক্ষ রোমা। ‘এইচ’ গ্রুপে জেনিত পিটার্সবুর্গ আজ খেলবে গেন্টের বিপক্ষে। এই গ্রুপের আরেক ম্যাচে আজ ফরাসি ক্লাব লিঁওর মুখোমুখি হবে স্প্যানিশ দল ভ্যালেন্সিয়া।আরটি/এমআর/আরআইপি
Advertisement