আন্তর্জাতিক

ফেসবুকের দুঃখ প্রকাশ

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম গতকাল হঠাৎ অচল হয়ে পড়েছিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি।

Advertisement

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক। ফেসবুকের এক মুখপাত্র বলেন, আমরা দ্রুত তদন্ত করে সমস্যা নির্দিষ্ট করে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করেছি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

সিএনবিসি জানায়, 'থ্যাংক গিভিং ডে' উপলক্ষে বৃহস্পতিবার অতিরিক্ত ব্যবহারকারীর চাপে ডাউন হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম। এ সময় অ্যাকাউন্টে লগইন করা, ছবি-ভিডিও পোস্টসহ নানা ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।

তবে ডাউন ডিটেক্টর গতকাল বলছিল, ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ পরিষ্কার নয়।

Advertisement

এনএফ/পিআর