অর্থনীতি

তৈরি পোশাক শিল্পে আর্থিক সহযোগিতা দেবে জার্মানি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে আর্থিক সহযোগিতা দিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় জার্মানি। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে জার্মানির একটি প্রতিনিধি দল সাক্ষাৎকালে এ নিয়ে কথা বলেন।বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, গার্মেন্টস কারখানার উন্নয়নে জার্মানি ১০ মিলিয়ন টাকার একটি চুক্তি করতে চায়। আমরা জার্মানিতে ৫ বিলিয়নের কাছাকাছি রপ্তানি করি। তারা চায় পণ্য যেন আরো ভালভাবে যায়। এজন্য আমরা পণ্যের দাম বাড়ানোর জন্য বলেছি। এ প্রস্তাবে তারা আশ্বস্ত করেছে।আগামী ৬ সপ্তাহের মধ্যে চুক্তি হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এজন্য তারা গার্মেন্টসে সামাজিক ও পরিবেশগত অবস্থা নিয়ে একটি সমীক্ষা করবে।একক দেশ হিসেবে আগামী দিনে জার্মানি সব চেয়ে বড় রপ্তানিকারক দেশ হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

Advertisement