বিনোদন

চলে গেলেন খলনায়িকা নাগমা

ঢাকাই ছবির খলনায়িকা নাগমা আর নেই। মাত্র চল্লিশ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। সোমকার সকালে রাজধানীর দক্ষিণখানের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে ইব্রাহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। নাগমার পুরোনাম ছিলো সালমা আক্তার লিনা। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।এই অভিনেত্রী তার ক্যারিয়ারজুড়ে ‘স্বামী কেন আসামি’, ‘মেয়েরাও মানুষ’, ‘আখেরী জবাব’, ‘সাহেব নামে গোলাম’, ‘আসামি গ্রেফতার’, ‘স্বামী হারা সুন্দরী’, ‘বিষে ভরা নাগিন’, ‘ডাইনী বুড়ি’, ‘খুনের বদলা’, ‘শক্তির লড়াই’ প্রভৃতি ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছিলেন। নাগমার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির পক্ষে সহসভাপতি ওমর সানি নাগমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এলএ/আরআইপি

Advertisement