বরিশালের কালাবদর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে ১৩ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এ দণ্ডাদেশ দেন।সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলা মৎস্য অধিদফতরের সহায়তায় অভিযান চালায় নৌ পুলিশ। তিন দিনের দণ্ডপ্রাপ্ত চার জেলে হলেন, জাফর হাওলাদার, জালাল কাজী, রুহুল আমীন এবং মিজানুর রহমান মাঝী। এছাড়া কবির হাওলাদারকে তিন হাজার এবং বাচ্চু পাহলান, সুমন খান, জাহাঙ্গীর হাওলাদার, রুহুল আমীন, জাহাঙ্গীর আকন, ইকবাল হাওলাদার, আরিফুর রহমান এবং লিটন সিকদারকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় ১৩ জেলেকে আটক করে নৌ পুলিশ।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার প্রত্যেককে বিভিন্ন অংকে এবং মেয়াদে কারাদণ্ড দেন। সাইফ আমীন/এআরএ/পিআর
Advertisement