পিরোজপুরের নেছারাবাদে আইন অমান্য করে ইলিশ মাছ নিধনের অভিযোগে চার হাজার মিটার কারেন্ট জালসহ গ্রেফতারকৃত আট জেলেকে এক হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম তালুকদার এ দণ্ডাদেশ দেন। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার সন্ধ্যা নদীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে কুনিয়ারী গ্রামের মো. সুমন, বিষ্ণকাঠির মো. জলিল, মো. খলিল, বাইশারীর মো. মোশারফ, ফারুক মোলা, সোহাগদলের আ. হালিম, আ. রহিম, মো. নজরুল ইসলামকে কারেন্ট জালসহ আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।হাসান মামুন/এআরএ/পিআর
Advertisement