রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত মহাপরিকল্পনা লঙ্ঘনকারী অনুমোদনহীন আবাসন প্রকল্প এবং অবৈধভাবে জলাশয় ও নিচু ভূমি ভরাটকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
Advertisement
বুধবার রাজউকের জোন-৩ অন্তর্ভুক্ত সাভারের আশুলিয়া এলাকার ‘দখিনা সিটি’ প্রকল্পের গেট, বিলবোর্ড, সাইনবোর্ড ও অফিসের একাংশ এবং ‘নিউ উত্তরা সিটি’ প্রকল্পের গেট ও ২টি বিলবোর্ড অপসারণ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও উপ-নগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হকের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া পূর্বে সতর্ক করা সত্ত্বেও অবৈধভাবে নিচু ভূমিতে মাটি ভরাটের কাজ চালিয়ে যাওয়ার জন্য মেসার্স মেহেরিমা এন্টারপ্রাইজের মালিক ও একজন কর্মীকে সাভার থানায় সোপর্দ করা হয়। সেই সঙ্গে ভরাট কাজে ব্যবহৃত এক্সাভেটর জব্দ করে দুই লাখ টাকা জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ আবু কাউছারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একই এলাকায় গত ২৬ নভেম্বর দুটি অনুমোদনহীন আবাসন প্রকল্পের অবৈধভাবে নিচু ভূমিতে মাটি ভরাটের কাজ বন্ধ করাসহ একটি রেস্টুরেন্ট ও একটি নির্মাণাধীন কারখানার দেয়াল ভেঙে অপসারণ করে রাজউক কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রাজউকের আওতাধীন এলাকায় বেসরকারি আবাসিক এলাকার ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী অনুমোদনহীন ও রাজউক প্রণীত মহাপরিকল্পনার ব্যত্যয় ঘটিয়ে যেকোনো ভূমি উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।
এএস/এমএসএইচ/পিআর