সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Advertisement
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিনের সভাপতিত্বে সভায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ডা. আসাদুজ্জামান, ডা. এহসেন আরা এ্যানী, ডা. কানিজ ফাতেমা, ডা. হাফিজুর রহমান ও ডা. সাইফুল্লাহ আল-কাফি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নতি হচ্ছে। আগে হাসপাতালে খুবই সীমিত চিকিৎসক ছিলেন। এই হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ২৭টি। এর বিপরীতে বর্তমানে চিকিৎসক রয়েছেন ১৩ জন। এখনও শূন্যপদ রয়েছে ১৪টি।
তিনি আরও বলেন, হাসপাতালটিতে যোগদানের পর চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১২ লাখ ৫ হাজার ৭৯৪ টাকা। যা আগের তুলনায় তিনগুণ বেশি। জেলায় বেসরকারি ক্লিনিক রয়েছে মোট ৯৮টি। এর মধ্যে সরকারি রেজিস্ট্রেশন রয়েছে মাত্র ২৩টির। বাকিগুলো অবৈধভাবে চলছে। যাদের কাগজপত্র ঠিক নেই, তাদের আমরা চিঠি দিয়েছি। কিছু ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই। তাদেরও অনলাইনে লাইসেন্স নবায়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
Advertisement
অবৈধ এসব ক্লিনিকের বিষয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এএম/পিআর