দেশজুড়ে

চৌমুহনীতে ২টি আধুনিক পৌর মার্কেট হবে

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার পরিকল্পনা ও বাস্তবায়নে দুটি মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর প্রাণ কেন্দ্রে ১৮ কোটি টাকা ব্যয়ে পৌর বিপণী বিতান ও পৌর সুপার মার্কেটের ছয় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, পৌর সচিব কাইউম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপ-প্রকৌশলী মোজাম্মেল হক, প্যানেল মেয়র সাহাব উদ্দিন কাজল, কাউন্সিলর আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মনসুর আহম্মদ রিপন, আসমা আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ মোল্লা প্রমুখ।  পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, পৌরসভার পরিকল্পনা ও বাস্তবায়নে ১৮ কোটি টাকা ব্যয়ে পৌর বিপণী বিতান ও পৌর সুপার মার্কেটের ছয় তলা ভবনের কাজ পেয়েছেন মেঘনা ইঞ্জিনিয়ারিং। মেয়র আক্তার হোসেন ফয়সাল জাগো নিউজকে জানান, মার্কেট দুটির কাজ শেষ হলে পৌর এলাকাসহ দূর দূরান্ত থেকে আসা নারী-পুরুষের কেনাকাটা আরো সহজ হবে। মিজানুর রহমান/এমজেড/আরআইপি

Advertisement