রাজনীতি

স্বৈরাচার পতনের ২৯ বছরেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু দীর্ঘ ২৯ বছরেও ডা. মিলন হত্যার সুষ্ঠু বিচার হয়নি, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি। মিলনের প্রকৃত খুনিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।

Advertisement

মঙ্গলবার দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন ডা. মিলনের সমাধিতে এবং সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন ডা. মিলন স্মৃতিস্তম্ভে (নিঝুম) পুষ্পমাল্য অর্পণ করে তিনি এসব কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, আজ ২৭ নভেম্বর ডা. শামসুল আলম খান মিলনের ২৯ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন সামরিক জান্তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে শহীদী মৃত্যুবরণ করেন ডা. মিলন। তার আত্মদানের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলন বেগবান হয় এবং ৬ ডিসেম্বর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে।

তিনি আরও বলেন, মিলন ছিলেন সমাজতান্ত্রিক বিপ্লবী। ফলে যারা তার সেই অঙ্গীকার এবং স্বপ্নকে সামনে রেখে এখনও চলমান আছেন, সেই অঙ্গীকারে এখনও সৎ থেকে সংগ্রামে আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই ডা. মিলনের শ্রতি শ্রদ্ধা জ্ঞাপন সম্ভব হবে।

Advertisement

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য আবদুর রাজ্জাক, আহসান হাবিব বুলবুল, আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

এইউএ/এমএসএইচ/এমএস