১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চেতনা’। ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ।
Advertisement
একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের ‘জ্যোতি’ চলচ্চিত্রে। এরপর তিনি উপহার দিয়েছেন ‘প্রেমের সমাধি’, ‘শেষ ঠিকানা’, ‘জিদ্দী’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘তুমি শুধু তুমি’, ‘বাবা কেন চাকর’, ‘রঙিন উজান ভাটি’, ‘ভালবাসার ঘর’র মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে।
একটা সময়ে এসে তিনি খল অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। সেই ধারাবাহিকতায় আবারও একটি নতুন সিনেমায় খল চরিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি।সিনেমার নাম ‘ইয়েস ম্যাডাম’।
এটি পরিচালনা করছেন রাকিবুল আলম রাকিব। ২১ ডিসেম্বর থেকে সাভারে অভিনেতা ডিপজলের বাড়িতে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন অমিত হাসান। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে অমিত, ‘এ ছবির গল্পটি সুন্দর। খলনায়ক হিসেবে কাজের একটা ভালো সুযোগ আছে। সেজন্য অভিনয় করতে যাচ্ছি। আশা করছি এ ছবি দর্শক দেখবেন।’
Advertisement
এদিকে বর্তমানে অমিত হাসান অভিনীত ‘একটু প্রেম দরকার’, ‘শাহেনশাহ’, ‘ও মাই লাভ’, ‘মাই ডার্লিং’সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।
এলএ/এমকেএইচ