জাতীয়

সেনাপ্রধানের মিয়ানমার সফর দেশের জন্য মঙ্গল হবে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের সেনাপ্রধানের মিয়ানমার সফর দেশের জন্য মঙ্গল হবে।

Advertisement

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর আসন্ন স্পেন সফর নিয়ে সংবাদ সম্মোলনে তিনি একথা বলেন। রোহিঙ্গাদের ওপর জাতিগত হত্যাযজ্ঞ চালানোর দায়ে বিশ্বের বিভিন্ন দেশ যখন মিয়ানমারের সেনা বাহিনীকে দায়ী করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছে। তখন ডিসেম্বরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মিয়ানমার সফরে যাচ্ছেন। এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, মিয়ানমার আমাদের শত্রু না, বন্ধু দেশ। রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করেছে মিয়ানমার। এ সমস্যার সমাধান তাদেরই করতে হবে। আমরা নানা রকম দূতিয়ালি চালিয়ে যাচ্ছি, যাতে ১১ লাখ লোক তাদের দেশে ফিরে যায়। তিনি বলেন, মিয়ানমারে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় আমাদের সেনাপ্রধান সেখানে গেলে আমাদের জন্য মঙ্গলই হবে। একটা নেগোসিয়েশন চালু হবে। আমরা সেটাকে সাধুবাদ জানাই।

মন্ত্রী বলেন, মিয়ানমার বলে রোহিঙ্গাদের জন্য তারা সব প্রস্তুত করে রেখেছে। বাংলাদেশ তাদের পাঠাতে প্রস্তুত নয়। কেমন ডাহা মিথ্যা প্রচার করছে তারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বরং আমাদের সবকিছু প্রস্তুত। তারা যখনই হুকুম করবে আমরা পাঠিয়ে দেব। আমরা এক পায়ে রেডি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুনেছি মিয়ানমার ৩০ বছর ধরে আলোচনার মাধ্যমে থাইল্যান্ড থেকে তাদের কিছু জনগোষ্ঠী ফেরত নিয়েছে। আমি মনে করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। শিগগিরই প্রত্যাবাসন শুরু হবে। এর জন্য যত সমস্যার সমাধানে যত ধরনের চাপ দেশটিকে দেয়া দরকার আমরা দিচ্ছি।

Advertisement

ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া বন্ধ হয়নি। একটি আপদকালীন সমাধান হিসেবে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কারণ, কক্সবাজারে শিবিরে যেভাবে তারা বসবাস করছে সেখানে পাহাড়ধসসহ নানা রকম ঝুঁকি রয়েছে। তবে আমরা কাউকে জোর করে নেব না। স্বেচ্ছায় যেতে হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের ফ্রেম ওয়ার্ক কনভেনশন ওন ক্রাইমেট চেঞ্জের ২৫তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে স্পেনের মাদ্রিদের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২ ডিসেম্বর সম্মেলেনে যোগ দিয়ে স্পেন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জেপি/জেএইচ/এমকেএইচ

Advertisement