পাবনার পাকশী রেলওয়ের জায়গায় অবৈধভাবে অবস্থানকারীদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে বাসা খালি করতে নোটিশ দেয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এসব স্থাপনা খালি করা না হলে জরিমানাসহ আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৬ নভেম্বর) রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পাকশী এলাকায় রেলওয়ে কোয়ার্টার সমূহে অবৈধভাবে বসবাসকারী এবং কোয়ার্টার এলাকায় রেলওয়ের পতিত ভূমিতে অবৈধ স্থাপনায় বসবাসকারী ব্যক্তিদের জানানো হচ্ছে যে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক এসব এলাকা এবং কোয়ার্টারসমূহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ফোর্স বেইজ তৈরির জন্য অন্য সংস্থার নিকট হস্তান্তর করা হবে।
এমতাবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে কোয়ার্টার এবং নির্মিত স্থাপনা সমূহ হতে নিজ নিজ মালামাল খালি করাসহ এ সকল বাড়ি ও বাসা পরিত্যাগ করতে হবে। এ ব্যাপারে গাফিলতি করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদসহ জরিমানা করা হবে।
Advertisement
আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম