আন্তর্জাতিক

ব্রিটেনের নির্বাচনে দুই দলের একটিরও জয়ী হওয়ার যোগ্যতা নেই

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, তার দেশে এখন একটি জগাখিচুড়ি অবস্থা চলছে এবং আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে বিরোধী লেবার পার্টি কিংবা প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি কোনোটিই জয়ী হওয়ার যোগ্যতা রাখে না।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনের আগে রাজনীতি পুরোপুরি অকার্যকর হয়ে আছে এবং লেবার কিংবা কনজারভেটিভ যে দলেই সংখ্যাগরিষ্ঠতা পাক তা একটি ঝুঁকি হয়ে বিরাজ করবে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মেয়াদের তিন বছর আগেই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে বরিস জনসনের সরকার। লেবার পার্টির নেতা টনি ব্লেয়ার ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে জিতলে লেবার পার্টি ব্রেক্সিট প্রশ্নে দ্বিতীয় গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জিতলে আগামী জানুয়ারির শেষ দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে চায়। পার্সটুডে

Advertisement

এমআরএম