অর্থনীতি

৩৮ শতাংশ লভ্যাংশ দেবে তিতাস গ্যাস

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসই জানায়, ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পেতে শেয়ার নিবন্ধনের তারিখ (রেকর্ড ডেট) ৬ নভেম্বর।কোম্পানি ডিএসইকে জানিয়েছে, আলোচিত বছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৮ পয়সা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৩ পয়সা এবং শেয়ার প্রতি নগদ অর্থের যোগান (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ৭৪ পয়সা।

Advertisement