জাতীয়

শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আইএলও'র সহযোগিতা প্রয়োজন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে শ্রম অধিকার প্রতিষ্ঠার সকল ব্যাপারে আইএলও-এর সহযোগিতা প্রয়োজন এবং আইএলও-এর সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন। শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সরকার যেসব স্ট্যান্ডার্ড অর্জন করতে যাচ্ছে তাকে সফল করার জন্য এবং আমাদের শ্রমিকদের যে অধিকার প্রয়োজন তা প্রতিষ্ঠার জন্য আইএলও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুওমো পটিয়েনেনের সঙ্গে এক বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বিগত সম্মেলনে বাংলাদেশ যেসব অঙ্গীকার করেছে এবং বাংলাদেশকে যেসব দায়িত্ব দেয়া হয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলও-এর কোনো সহযোগিতার প্রয়োজন হলে আইএলও তা দিতে প্রস্তুত আছে বলে কান্ট্রি ডিরেক্টর তাকে জানিয়েছেন।

তিনি বলেন, আইএলও-এর প্রতিনিধিদল এখন শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং আরও বিষদভাবে এসব ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

Advertisement

এফএইচ/এনএফ/জেআইএম