জাতীয়

আবারও প্রতিনিধি পাঠাচ্ছে মিয়ানমার, সহায়তা দেবে বাংলাদেশ

হঠাৎ করে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে আগ্রহ দেখিয়েছে মিয়ানমার। গত বৃহস্পতিবার বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে এই আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

Advertisement

গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হওয়ার আগে মিয়ানমার প্রতিনিধি দলের এ সফরকে দেশটির নতুন কৌশল বলে মনে করেছেন ঢাকার কূটনীতিকেরা।

তারা বলছেন, আইসিজেতে বিচারের মুখোমুখি হওয়ার আগে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চায়, যে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের ব্যাপারে তারা তৎপর। তবে এ সফরের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমরা সবসময় সবকিছু উন্মুক্ত রেখেছি। মিয়ানমারের প্রতিনিধিরা আসতে চাইলে আসতে পারেন।

Advertisement

রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমারকে দায়ী করে তিনি বলেন, মিয়ানমার এই সমস্যা সৃষ্টি করেছে। তাদেরই সমাধান করতে হবে। আর তারা যাদের বাস্তুচ্যুত করেছে তাদের সঙ্গে কথা বলতে হবে। তাদের বিশ্বাস অর্জন করতে হবে। মিয়ানমার আমাদের প্রায় বলে তারা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু রোহিঙ্গারা তো বিশ্বাস করে না। ওরা যদি রোহিঙ্গাদের বিশ্বাস বাড়াতে পারে আমাদের কোনো আপত্তি নেই।

এ দিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের অব্যাহত অপপ্রচারের প্রতিবাদ ও তা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার অপপ্রচার করছে। তারা বলছে, বাংলাদেশ রোহিঙ্গাদের পাঠাতে প্রস্তত নয়। এটা অপপ্রচার নয় তো কি!

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা পুরোপুরি প্রস্তুত। যখনই তারা নিতে চাইবে, আমরা প্রস্তুত। আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি তাদের ফেরত দেয়ার জন্য।

Advertisement

জেপি/জেএইচ/জেআইএম