দেশজুড়ে

ধরে নিয়ে যাওয়া তিন জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

রাজশাহীর বাঘা সীমান্তের পদ্মা নদী থেকে ধরে নিয়ে যাওয়া তিন জেলেকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পতাকা বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।

Advertisement

এর আগে সকালে ৮টার দিকে সীমান্ত সংলগ্ন উপজেলার আতারপাড়া এলাকায় পদ্মা নদী থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

ওই তিন জেলে হলেন, বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর চাইপাড়ার খলিল ব্যাপারির ছেলে বাবু ব্যাপারি (৩০), চারঘাট উপজেলার রাওথা গ্রামের ইয়াজুল হকের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ওরফে ডাবু (২০)।

জানা গেছে, আতারপাড়ায় পদ্মা নদীতে মাছ শিকারে গিয়েছিলেন ওই তিন জেলে। সকাল ৮টার দিকে জাল তুলছিলেন তারা। ওই সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

Advertisement

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন জেলেকে ফিরিয়ে দিতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছিল বিজিবি। সেই আহ্বানে সাড়া দিয়ে বিকেল ৪টার পর পতাকা বৈঠকে আসে বিএসএফ।

আনুষ্ঠানিকভাবে সেখানেই ওই তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের বিজিবি ক্যাম্পে নেয়া হয়। এ তিনজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

ফেরদৌস/এমএএস/এমএস

Advertisement