পূর্বাচল নতুন শহর প্রকল্প বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে জানিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘এ প্রকল্প পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।’
Advertisement
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯’ এর ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান সুলতান আহমেদ মন্ত্রীর হাতে এ পুরস্কার হস্তান্তর করেন।
মন্ত্রী বলেন, ‘সুপরিকল্পিত নগরায়ণের মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে এগিয়ে নিতে হবে। বিশ্বের কাছে বাংলাদেশের স্থাপত্য উন্নত ও সমৃদ্ধ হিসেবে তুলে ধরতে হবে।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্ত এ অ্যাওয়ার্ড বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। অপূর্ব স্থাপত্য নকশার পূর্বাচল নতুন শহর প্রকল্প বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ প্রকল্প পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।’
Advertisement
গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘এ অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে বোঝা যায় আমরা সঠিক পথে আছি। এটি দেশের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। অপূর্ব স্থাপত্য নকশায় পূর্বাচল মডেল টাউন গড়ে উঠছে, যার স্বীকৃতি এ অ্যাওয়ার্ড।’
গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রতি বছর যে সব শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোর লক্ষ্যে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ বছর এশিয়া প্যাসিফিকের আটটি দেশ থেকে মোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
রাজউকের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ২০১৯ সালে এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড অর্জন করে। অ্যাওয়ার্ড দেয়ার ক্ষেত্রে এ প্রকল্পের ভূমি ব্যবহার পরিকল্পনায় সুপরিকল্পিত প্লট বিন্যাস, পরিকল্পিত অবকাঠামোগত (রাস্তা, সেতু, লেক) উন্নয়ন চিত্র, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন চিত্র ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেয়া হয়। এছাড়া এ প্রকল্পে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বনভূমি সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পার্ক, খেলার মাঠসহ উন্মুক্ত স্থানের ওপর গুরুত্বারোপ করা হয় বলে গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়।
প্রতিযোগিতায় চীন, জাপান ও কোরিয়া তিনটি করে এবং ইন্দোনেশিয়া, ভারত ও মালয়েশিয়া একটি করে অ্যাওয়ার্ড অর্জন করে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি গত ২২-২৩ নভেম্বর আয়োজক সংস্থা দ্য অ্যাসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালটেন্ট। এটি টেকনিক্যাল অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
Advertisement
ফুকুওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিটাট সোসাইটি ও এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটাট রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক প্রতি বছর এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে।
আরএমএম/এমএসএইচ/এমএস