সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শিশু ধর্ষণের দায়ে হাবু খাঁ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হাবু উপজেলার ডায়া খাপাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে।
মামলার নথির বরাত দিয়ে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হামিদ লাবলু বলেন, ২০১৬ সালের ২২ জুন সকালে উপজেলার হামলাকোলা গ্রামের এক শিশু ছাত্রী (১১) প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক বান্ধবীকে ডাকতে যায়। এ সময় ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হাবু। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার মামলার রায় দেন বিচারক।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম
Advertisement