খেলাধুলা

পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ `এ` দল

ভারত সফরটা ভালো যাচ্ছেনা বাংলাদেশ `এ` দলের। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচ হারের পর এবার ভারত `এ` দলের বিপক্ষে পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ ‘এ’। ইনিংস হার এড়াতেই শেষ দিনে মুমিনুলদের প্রয়োজন ৬৩ রান, হাতে আছে ৪ উইকেট।প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে আগের দিনের মতো বিপর্যয় পিছু ছাড়েনি বাংলাদেশ ‘এ’ দলের। ৯টি বল মোকাবেলা করলেও প্রথম ইনিংসের মতো শূন্য রানেই সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। অন্যদিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ব্যক্তিগত ১৯ রান করে জয়ন্ত যাদবের বলে আউট হয়ে মাঠ ছেড়েছেন তিনিও।তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে মুমিনুলের দল। এরপর সাব্বির রহমান ০, নাসির ১ আর শুভাগত ও রানে আউট হলে পরাজয়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ `এ` দল। তবে নিজের অর্ধশত তুলে নিয়ে একা লড়াই করে যাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক। ভারত `এ` দল তাদের প্রথম ইনিংসে মাত্র  ৮৬.১ ওভারে ৫ উইকেটে ৪১১ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ গুটিয়ে গিয়েছিল ২২৮ রানে।এমআর/এমএস

Advertisement