রাজনীতিতে আসার ইচ্ছা কখনোই ছিল না, কিন্তু যখন এসেই পড়েছি তখন আমার সেরাটা দিয়ে আমি কীভাবে জনগণের জন্য কাজ করবো সেটাই আমার লক্ষ্য। রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’-এ এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement
অনুষ্ঠান চলাকালীন ন্যাশনাল ক্যাডেট কর্পস দলের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে, তিনি যখন স্কুলে পড়তেন তিনিও এনসিসি করতেন এবং ক্যাডেট হিসেবে তিনি কখনো শাস্তি পাননি। প্রধানমন্ত্রী আরও স্বীকার করেন যে গুগলের কারণে’ শর্টকাট পাওয়ার কারণে তার পড়াশোনা করার অভ্যাসটা শিকেয় উঠেছে।
মোদিকে একজন জিজ্ঞাসা করেন, ‘আপনি যদি রাজনীতিবিদ না হতেন, তবে আপনি কী হতেন?’ তিনি বলেন, ‘এখন এটা একটা খুবই কঠিন প্রশ্ন। কারণ প্রতিটি শিশু জীবনে একাধিক পর্যায় অতিক্রম করে। অনেকে অনেক কিছু হতে চায়। তবে আমার কখনো রাজনীতিতে আসার ইচ্ছা ছিল না। তবে এখন সারাক্ষণ দেশের কল্যাণের কথা ভাবি।’
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘এখন আমি যেখানেই থাকি না কেন, আমার জীবনটা সবরকমভাবে বাঁচতে চাই এবং আমার দেশের জন্য আন্তরিকভাবে কাজ করা উচিত। রাজনীতিতে যখন এসেই পড়েছি তাই আমি এখন শুধু দেশের জন্যই নিজেকে নিবেদিত করেছি।’
Advertisement
টিভি দেখা আর বই পড়ার জন্য সময় পান কিনা জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, তিনি বই পড়তে সবসময়ই ভালোবাসেন। তবে তার চলচ্চিত্র দেখার আগ্রহ বরাবরই খুব কম ছিল এবং তিনি খুব কমই টিভি দেখেন।
মোদি বলেন, ‘আমি খুব বই পড়তাম। তবে ইদানীং পড়তে পারছি না। আর গুগলের কারণে পড়ার অভ্যাসটাও খারাপ হয়ে গেছে। কারণ আপনি যদি কোনও কিছু পড়তে, জানতে চান তাৎক্ষণিকভাবে গুগলের শর্টকাটটাই মনে আসবে। সবার ক্ষেত্রেই হয়েছে, আমারও কিছু অভ্যাস একদম নষ্ট হয়ে গেছে।’
এসএ/এমকেএইচ
Advertisement