সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ পরিদর্শন করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা ছাড়াও তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সাইদ বিন হাজার আল শেহি এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ওমরান।খালিজ টাইমস এক খবরে জানিয়েছে, গ্রান্ড মসজিদের মহাপরিচালক শেখ ইউসিফ আল ওবাইদি তাদেরকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের মসজিদটি ঘুরিয়ে দেখানো হয়। মসজিদের বিভিন্ন অংশ ও এগুলোর স্থাপত্যগত তাৎপর্য তুলে ধরেন মসজিদের গাইড। মসজিদটির প্রতিষ্ঠাতা এবং সংযুক্ত আরবে আমিরাতের প্রথম প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সমাধিতে যান অতিথিরা।পরিদর্শন শেষে আল ওবাইদি শেখ হাসিনাকে ‘স্পেসেস অব লাইট’ শীর্ষক একটি বই উপহার দেন।
Advertisement