আন্তর্জাতিক

মতবিরোধের জেরে নৌমন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারী মন্ত্রী রিচার্ড স্পেন্সারকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। ইরাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নৌবাহিনীর এক কর্মকর্তার মামলা পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে তাকে বরখাস্ত করা হলো।

Advertisement

গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মার্কিন নৌবাহিনীর ওই কর্মকর্তাকে নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএন বলছে, তাকে উপেক্ষা করে হেয়াইট হাউসকে ব্যক্তিগতভাবে সমঝোতার প্রস্তাব দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে নৌমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী এসপার।

রিচার্ড স্পেন্সার তার বরখাস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসপার বলেন, তিনি তার (স্পেন্সারের) ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। প্রতিরক্ষামন্ত্রীকে ডিঙ্গিয়ে হোয়াইট হাউসকে ব্যক্তিগত সমঝোতার প্রস্তাব দেয়ার মাধ্যমে চেইন অব কমান্ড ভঙ্গ করার অভিযোগেই তাকে বরখাস্ত করা হয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন চিফ হিসেবে দায়িত্ব পালনকারী এডওয়ার্ড গালাগার ২০১৭ সালে মার্কিন সেনাদের হাতে আটক ইসলামিক স্টেটের (আইএস) এক কিশোর যোদ্ধাকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে লাশের সঙ্গে ছবি তোলার অভিযোগের বিচার করে মার্কিন সামরিক আদালত তাকে শাস্তিও দেয়।

Advertisement

গত জুলাইয়ের মার্কিন সামরিক আদালত গালাগারকে আইএস যোদ্ধা হত্যার অভিযোগ থেকে খালাস করে দিলেও নিহত ওই ইসলামিক স্টেটের যোদ্ধার লাশের সঙ্গে ছবি তোলার অভিযোগে তোলে বিচার শুরু করে। তারপর সেই অভিযোগে সামরিক আদালত শাস্তি হিসেবে ঊর্ধ্বতন ওই নৌ কর্মকর্তার পদমর্যাদা হ্রাস করে।

কিন্তু গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গালাগারের বেতন পরিশোধসহ তার পদমর্যাদা ফিরিয়ে দেয়ার আদেশ দেন। যার মাধ্যমে সামরিক ওই কর্মকর্তা তার সবরকম ভাতাসহ অবসরে যাওয়ার সুযোগ পাবেন। ট্রাম্পের এমন নির্দেশকে সামরিক বাহিনীর নীতির ওপর প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন অনেকে।

নৌবাহিনীর সচিবকে বরখাস্ত করার বিষয়টি নিয়ে ট্রাম্প নিজেও তিনটি টুইট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নৌবাহিনী যেভাবে গালাগারের বিচার করছিল তা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। তার সঙ্গে যা করা হচ্ছিল তা খুবই বাজে ছিল। তাই আমি তার পদমর্যাদা ফিরিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, তার বিচারের জন্য যেসব করা হচ্ছিল তা আমাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারেনি। আর তাই প্রতিরক্ষামন্ত্রী মাইক এসপার নৌবাহিনীর সচিব রিচার্ড স্পেন্সারকে বরখাস্ত করেছেন। আমি রিাচর্ডকে তার কাজ ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

Advertisement

নৌবাহিনীর সচিবকে বরখাস্ত নিয়ে প্রেসিডেন্টের এমন পরস্পরবিরোধী অবস্থান মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ফাটলের বিষয়টিকে উন্মোচন করেছে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় সামরিক কর্মকর্তাদের বিচারে প্রেসিডেন্টের হস্তক্ষেপ সামরিক বিচার ব্যবস্থা ও তার প্রধানদের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে।

....honors that he has earned, including his Trident Pin. Admiral and now Ambassador to Norway Ken Braithwaite will be nominated by me to be the new Secretary of the Navy. A man of great achievement and success, I know Ken will do an outstanding job!

— Donald J. Trump (@realDonaldTrump) November 24, 2019

এসএ/জেআইএম