দেশজুড়ে

পঞ্চগড়ে দুস্থদের চাল আত্মসাতের চেষ্টা : গুদাম সিলগালা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদ ও বিআরডিবির দুটি কক্ষ সিলগালা করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ না করে গুদামে মজুদ রাখার অভিযোগে ওই দুটি কক্ষ সিলগালা করা হয়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানিউল ফেরদৌস কক্ষ দুটি সিলগালা করেন। স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঈদের আগে দুস্থদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ না করে আত্মসাতের জন্য গুদামে মজুদ করে রাখেন। এসব চাল ঈদের আগেই বিতরণের কথা ছিল। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন গিয়ে ইউনিয়ন পরিষদের গুদামে ৩৯ বস্তা এবং ইউনিয়ন পরিষদের পাশে বিআরডিবির একটি কক্ষে ৩৬ বস্তা চাল মজুদ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস কক্ষ দুটি সিলগালা করে দেন।চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, ঈদের আগে বৃষ্টির কারণে চাল বিতরণ করা যায়নি। এজন্য ইউনিয়ন পরিষদের কক্ষে ৩৯ বস্তা চাল মজুদ রয়েছে। তবে বিআরডিবির কক্ষে রাখা ৩৬ বস্তা চালের কোন হিসাব দিতে পারেননি ইউপি চেয়ারম্যান।পঞ্চগড়ের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম জাগো নিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি দুটি কক্ষ সিলগালা করে দেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এমজেড/এমএস

Advertisement