আন্তর্জাতিক

নির্বাচনে যাই হোক ‘হংকং চীনের অংশ’ : চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা ভূমিধস জয়ে বেইজিংপন্থিদের হারানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, নির্বাচনে যাই হোক না কেন হংকং চীনের অংশ। প্রাথমিক ফলাফলে চীনাপন্থিরা হেরে যাওয়ার খবর আসার পর সোমবার ওয়াং ই এ মন্তব্য করলেন।

Advertisement

গত কয়েক মাসের চীনা শাসনবিরোধী টানা আন্দোলনের পর রোববার হংকংয়ের ১৮টি পৌরসভার ৪৫২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৭টি পৌরসভাতেই হংকংয়ের গণতন্ত্রপন্থিরা ভূমিধস জয়লাভ করেছেন

রোববারের নির্বাচনের ফলাফল আধা-সায়ত্ত্বশাসিত এই নগরী বেইজিং সমর্থিত সরকারের কাছে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। সেটি হচ্ছে গণতন্ত্রের জন্য গত কয়েক মাস ধরে বিক্ষোভ-আন্দোলনে থমকে যাওয়া নগরীর মুক্তিকামী লড়াইয়ে জনগণের পূর্ণ সমর্থন।

হংকংয়ের এই নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনও গণনা শেষ হয়নি; যেকারণে চূড়ান্ত ফলের ঘোষণাও আসেনি। তবে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, হংকংয়ের ১৮টি পৌরসভার ১৭টিতে গণতন্ত্রকামী আন্দোলনকারীরা জয় পেয়েছেন।

Advertisement

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে স্বাক্ষাতের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘এখনও চূড়ান্ত ফল আসেনি। চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করুন। যাই হোক না কেন, এটা পরিষ্কার যে, হংকং চীনের অংশ এবং চীনের বিশেষ প্রশাসনিক একটি অঞ্চল।’

তিনি বলেন, হংকংয়ের সমৃদ্ধি, ধ্বংস এবং স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ধরনের প্রয়াস কখনই সফল হবে না। গত কয়েক মাসের বিশৃঙ্খলা, প্রতিবাদ-বিক্ষোভ ও সংঘর্ষের পর হংকংয়ের স্থানীয় এই নির্বাচনকে সরকারের সমর্থনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। সরকার এবং বেইজিং আশা করেছিল, এই নির্বাচন তথাকথিত নীরব সংখ্যাগরিষ্ঠতার সমর্থন তুলে ধরবে। কিন্তু বাস্তবে আসলে তেমনটা ঘটেনি।

এমনকি পরিষদের বেশ কিছু আসনে বেইজিংপন্থি হেভিওয়েট প্রার্থীরাও গণতন্ত্রকামীদের কাছে হেরে গেছেন। বেইজিংপন্থি বিতর্কিত সংসদ সদস্য জুনিয়াস হো তার নিজের আসনে হেরে যাওয়ার পর বলেছেন, ‘স্বর্গ এবং নরক’ তছনছ হয়ে গেছে।

এবারের এই নির্বাচনের আগে হংকংয়ের প্রায় ৪১ লাখ ভোটার নিবন্ধন করেছিলেন। যা চীনের বিশেষ এই অঞ্চলের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। প্রায় ২৯ লাখ মানুষ রোববারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১৫ সালে জেলা পরিষদ নির্বাচনে ৪৭ শতাংশ ভোট পড়লেও এবার পড়েছে ৭১ শতাংশের বেশি।

Advertisement

হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচনে ১২০০ সদস্যের একটি কমিটি রয়েছে। এখন জেলা পরিষদ নির্বাচনে জয়ী অন্তত ১১৭ জন কাউন্সিলর এই কমিটিতে জায়গা পাবেন। গণতন্ত্রপন্থিরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এবার তারাই ঠিক করতে পারবেন হংকংয়ের পরবর্তী বিশেষ নির্বাহী কে হবেন।

সূত্র : এএফপি, বিবিসি।

এসআইএস/এমকেএইচ