জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৯ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থটি কার?উত্তর : শামসুর রহমান।২. প্রশ্ন : ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?উত্তর : উপন্যাস।৩. প্রশ্ন : ‘শেষের কবিতা’ গ্রন্থটি কার লেখা?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের।৪. প্রশ্ন : কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? উত্তর : আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে।৫. প্রশ্ন : ‘বঙ্গ দর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।৬. প্রশ্ন : কবিগানের প্রথম কবি কে?  উত্তর : গোজলা পুট।৭. প্রশ্ন : ‘Let there be light’ কার চলচ্চিত্র? উত্তর : জহির রায়হানের।৮. প্রশ্ন : অধ্যাপক এম. শামসুল হক শিক্ষা কমিটি কবে গঠিত হয়?উত্তর : ১৯৯৭ সালে।৯. প্রশ্ন : নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল?উত্তর : ভারতের মুর্শিদাবাদে।১০. প্রশ্ন : বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কবে প্রথম অংশগ্রহণ করে?উত্তর : ১৯৮৬ সালে।১১. প্রশ্ন : বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স নূন্যতম কত হতে হবে? উত্তর : ২৫ বছর।১২. প্রশ্ন : ‘ভূমি সীমানা চুক্তি’ কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর : ১৯৭৪ সালে।১৩. প্রশ্ন : সুরমা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর : আসামের লুসাই পাহাড়।১৪. প্রশ্ন : যুক্তরাষ্ট্র পানামাকে কবে পানামা খাল হস্তান্তর করে? উত্তর : ৩১ ডিসেম্বর ১৯৯৯। ১৫. প্রশ্ন : পঞ্চম ড্রাগনের দেশ বলা হয়- উত্তর : তাইওয়ানকে।১৬. প্রশ্ন : কোনটিকে ‘উত্তরের ভেনিস’ বলা হয়?    উত্তর : স্টকহোমকে।১৭. প্রশ্ন : কোন ব্যাঙ বর্ষাকালে ডাকে?উত্তর : পুরুষ ব্যাঙ।১৮. প্রশ্ন : একমাত্র কোন মশা মানুষের রক্ত খায়?উত্তর : স্ত্রী মশা।১৯. প্রশ্ন : বাংলায় কোরআন শরিফের প্রথম অনুবাদক কে? উত্তর : গিরিশচন্দ্র সেন।২০. প্রশ্ন : মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?উত্তর : টায়ালিন।# আজকের সাধারণ জ্ঞান : ২৮ সেপ্টেম্বর ২০১৫এসইউ/এমএস

Advertisement