দেশজুড়ে

আই লাভ ইউ সম্রাট, তোমার কোনো দোষ নেই

‘আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়েছি। আমার মৃত্যুতে সম্রাটের কোনো দোষ নেই। দয়া করে কেউ সম্রাটকে দোষ দেবেন না। সম্রাটকে কেউ কোনোভাবে দোষ দেবেন না। এটা সবার কাছে আমার শেষ চাওয়া।’

Advertisement

এমন চিঠি লিখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পে‌ঁচিয়ে আত্মহত্যা করেন রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভবানীপুরের বাসিন্দা গৃহবধূ জয়া মালী (১৮)।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে গৃহবধূ জয়া মালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জয়া মালীর স্বামী সম্রাট শহরের মুরগিফার্ম বাজারে সেলুনের কাজ করেন। মীর্জা আল মাসুদের ভাড়া বাসায় থাকতেন তারা।

আত্মহত্যার আগে চিঠিতে জয়া মালী লিখেছেন, ‘আমার মারা যাওয়ার কারণ সবার ভালো থাকা। আমি ম‌ারা গেলে কয়েক দিন সবাই কাঁদবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমি জানি, আমাকে নিয়ে মা অনেক দুশ্চিন্তা করে। আমাকে নিয়ে মাকে আর দুশ্চিন্তা করতে হবে না। সত্যি বলছি, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। সম্রাট ভালো থেকো, সবাই ভালো থেকো।’

Advertisement

জয়া মালী চিঠিতে আরও লিখেছেন, ‘বার বার সম্রাট আর আমার ঝগড়া লাগবে। এ নিয়ে বার বার সবার দুশ্চিন্তা হবে, তা আমি চাই না। আমি জানি, আমার বাড়ির সবাই চায় আমি ভালো থাকি। বেঁচে থেকে কাউকে দেখাতে পারব না আমি ভালো আছি। তাই বিদায় জানালাম। হয়তো আমি বাবার বাড়ি ফিরে যেতে পারতাম। কিন্তু ভাবলাম, বাড়ি ফিরে এই মুখ সবাইকে দেখাতে আমার লজ্জা লাগবে। আমি পারব না কাউকে দেখাতে আমার পোড়া মুখ। আই লাভ ইউ সম্রাট।’

ওই বাড়ির মালিক মীর্জা আল মাসুদ বলেন, সকালে জয়া মালী ও সম্রাটের মধ্যে ঝগড়া হয়। এ সময় জয়া মালীকে চড়-থাপ্পড় দেয় সম্রাট। পরে সম্রাট বাজারে চলে যায়। দুপুরে জয়া মালীর ঘরের দরজা বন্ধ দেখে পাশের ভাড়াটিয়া বিলকিস বেগম ডাকাডাকি করে। পরে আমি এসেও ডাকাডাকি করি। কিন্তু সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে জয়া মালী। পরে তার স্বামীকে বিষয়টি জানাই।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। যে ঘরে জয়া মালী গলায় ফাঁস দিয়েছেন সে ঘরের খাটের ওপর একটি চিঠি পাওয়া গেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের এসআই বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আত্মহত্যার বিষয়ে কয়েক পৃষ্ঠায় একটি চিঠি পাওয়া গেছে। তবে চিঠির লেখা জয়া মালীর কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার হাতের লেখার সঙ্গে চিঠির লেখা মিলিয়ে দেখার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

রুবেলুর রহমান/এএম/জেআইএম