মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে যাত্রীবোঝাই বিমান উড্ডয়নের পরপরই একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়ে ১৬ যাত্রী ও দুই ক্রু নিহত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় গোমা শহরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
Advertisement
নর্থ কিভু অঞ্চলের গভর্নর এনজানজু কাসিভিতা কার্লি জানিয়েছেন, ‘নর্থ কিভুর গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি নিখোঁজ হয়। তারপর শহরের পাশের এমপেনাডো নামক এলকার একটি বাড়ির উপর সেটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেসরকারি মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা ‘বিজি বি’ এর।
গভর্নর কার্লি বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেটা সংখ্যায় ঠিক কতজন সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে বিমানটিতে থাকা প্রত্যেকেই ওই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গোমা বিমানবন্দরে সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, দ্য ডর্নিয়ার-২২৮ বিমানটি গোমা থেকে উত্তরে ৩৫০ কিলোমিটার দূরের বেনি নামক এলাকার উদ্দেশে যাত্রা করেছিল। বিমানটির মালিক দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা বিজি বি। উড্ডয়নের এক মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
Advertisement
বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কিছু সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় সেটি বিধ্বস্ত হয়। রাজধানী কিনশাশা থেকে বিবিসির প্রতিবেদক এমারে মাকুমেনো এই খবর জানিয়ে বলেন, উদ্ধারকর্মীরে দুর্ঘটনা স্থল থেকে মরদেহ উদ্বার করার কাজ করছেন।
নিরাপদ যাত্রার জন্য প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ না করা ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে আফ্রিকার এই দেশটিতে মাঝে মধ্যেই বিমান দুর্ঘটনা ঘটে। আর এ কারণেই দেশটির সব ধরনের বেসরকারি বিমান পরিবহন সংস্থার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এসএ/এমএস
Advertisement