আন্তর্জাতিক

বাড়ির উপর আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে যাত্রীবোঝাই বিমান উড্ডয়নের পরপরই একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় গোমা শহরে এই বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, বাড়ির উপর বিধ্বস্ত ওই বিমানটিতে মোট ১৭ জন যাত্রী ছিলেন। নর্থ কিভু অঞ্চলের গভর্নর এনজানজু কাসিভিতা কার্লি বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেটা সংখ্যায় ঠিক কতজন সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

গভর্নর জানিয়েছেন, ‘নর্থ কিভুর গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি নিখোঁজ হয়ে যায়। তারপর শহরের পাশের এমপেনাডো নামক এলকার একটি বাড়ির উপর সেটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পারি।’ বিমানটি বেসরকারি মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা ‘বিজি বি’ এর।

সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে প্রকাশিত ওই দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িটি একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দুর্ঘটনাস্থলের চারপাশে অনেক মানুষ ভিড় জমিয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

Advertisement

#GOMA_RDC: Un crash d'avion serait à la base de plusieurs morts dans le Quartier MAPENDO. Des morts calcinés dans l'avion, et même ceux qui étaient dans le parrage où le crash s'est fait. @luchaRDC @gisele_kaj @TinaSalama2 @pascal_mulegwa @soniarolley @fatshi13 pic.twitter.com/dBsx08ZiKN

— Ushindi (@eliezaireushin) November 24, 2019

এসএ/জেআইএম