জামালপুরের ঝাওলা গোপালপুর বাজারে প্যানাসিয়া হেলথ সেন্টারে ফ্রি চিকিৎসা সেবাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
Advertisement
মানসম্মত ও উন্নত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত এই ফ্রি চিকিৎসা সেবাদান কর্মসূচির আয়োজন করে তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি ফাউন্ডেশন।
এই চিকিৎসাসেবা কর্মসূচির বিশেষ দিক হলো ‘প্যানাসিয়া হেলথ অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে আগে থেকে রেজিস্ট্রেশন করে সিরিয়াল নেয়া রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়।
বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কর্মসূচিটি পরিচালনা করেন। ফ্রি চিকিৎসা সেবাদান কর্মসূচিতে রোগ নির্ণয় ও পরামর্শ দেয়ার পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবাও দেয়া হয়।
Advertisement
এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মা ও শিশুদের অপুষ্টিজনিত সমস্যা সমাধানের পরামর্শও দেয়া হয় প্যানাসিয়া হেলথ অ্যাপের সাহায্যে।
একদল তরুণ প্রযুক্তিবিদ ও চিকিৎসকের সমন্বিত চেষ্টায় তৈরি ‘প্যানাসিয়া হেলথ অ্যাপ’ স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন উদ্যোক্তরা। তাদের আশা, স্বাস্থ্য সেবাদানের গতানুগতিক পদ্ধতিকে আরও সহজ করে প্রত্যন্ত অঞ্চলের সব বাধা-বিঘ্ন দূর করে চিকিৎসা সেবাকে মানুষের হাতের মুঠোয় আনবে এই অ্যাপ।
সংশ্লিষ্টরা জানান, অ্যাপটি মাধ্যমে রোগী নিজেই সমস্ত রিপোর্ট আপডেট রাখতে পারবেন। রোগীর সিরিয়াল সংরক্ষণ থেকে শুরু করে ভিজিটের তারিখ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে তার মুঠোফোনে।
রোগীর নাম, আইডির পাশাপাশি ‘প্যানাসিয়া হেলথ অ্যাপ’-এ যুক্ত রয়েছে ফেস রিকগনিশন টুল, যাতে ক্যামেরায় দেখেই চিনতে পারবে রোগীকে। ভেসে উঠবে রোগীর শারীরিক অবস্থার পুরোনো যাবতীয় তথ্য। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের যেকোনো প্রান্তের চিকিৎসকের জন্যই রোগীকে সঠিক চিকিৎসা দেয়া সহজ হবে। এমনকি এই অ্যাপে মিলবে ওষুধের সঠিক মাত্রার গাইডলাইন। রয়েছে ভিডিও কনফারেন্সিং সিসটেম। একটি মাত্র অ্যাপ থেকেই মিলবে মানসিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শসহ স্বাস্থ্য নিয়ে যাবতীয় সেবা। থাকছে সর্বোচ্চ পর্যায়ের তথ্য নিরাপত্তা ও গোপনীয়তার ব্যবস্থা।
Advertisement
এমবিআর/জেআইএম