জাতীয়

সমস্যা সমাধান হলেই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা থেকে নিউইয়র্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে কিছু আইনগত সমস্যা সমাধানে সরকার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ বিমানের এখন পর্যাপ্ত আধুনিক বোয়িং এয়ারক্রাফ্ট রয়েছে। কিন্তু নিউইয়র্কের জে কে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চালুতে কিছু আইনগত জটিলতা রয়েছে। ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হলে এসব সমস্যার সমাধান হবে।রোববার নিউইয়র্কের হোটেল হিলটনে তার সম্মানে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ শাখা আয়োজিত এক সংবর্ধনায় ভাষণকালে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন।প্রবাসীদের ভূমিকার স্বীকৃতি জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা দীর্ঘদিন থেকে নিউইয়র্ক পর্যন্ত বাংলাদেশ বিমানের সার্ভিস চালুর দাবি করে আসছে। তার সরকার এ ব্যাপারে চেষ্টা অব্যাহত রেখেছে। ফ্লাইট চালুর ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা আছে জানিয়ে তিনি বলেন, এসব জটিলতার সমাধান হলেই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে।শেখ হাসিনা বলেন, ‘আমার নিজেরই ভালো লাগবে, যদি আমি নিজের বিমানে করে এখানে নামতে পারি।’ বাংলাদেশ বিমানের বহর বাড়ানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরেই আরো ছয়টি নতুন বিমান সংগৃহীত হবে। আগামী বছরে আসবে আরো দুটি।ব্রুকলিন থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসওম্যান ইভেট ক্লার্ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত এবং বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন। বক্তাগণ এ বছর পরিবেশের ওপর জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ অর্জনের কথা উল্লেখ করে কংগ্রেস ওম্যান বলেন, শেখ হাসিনা কেবল আপনাদের গর্ব নয়, তিনি আমাদেরও গর্ব। তিনি আমাদের সবার চ্যাম্পিয়ন। এই পুরস্কার অর্জন আমার কাছে বিস্ময়ের নয়।তার দূরদর্শিতা ও কর্মপরিকল্পনার জন্যই এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়া হয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের সমর্থন থাকা উচিত।বিএ

Advertisement