মঙ্গলে পানির অস্তিত্বের দাবি অনেক দিন ধরেই করে আসছিলেন বিজ্ঞানীরা। সে তো নেহাতই সম্ভাবনা। নিছক অনুমান বিজ্ঞানীদের। হাতে অকাট্য প্রমাণ ছিল না। কিন্তু, সোমবার নাসা যে ছবি প্রকাশ করেছে, তাতে মঙ্গলে নদীর অস্তিত্ব কল্পনা বলে আর অন্তত উড়িয়ে দেয়া যায় না।হ্যাঁ মঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ ঘোষণার ফলে একদিন লাল এই গ্রহটিতে মানুষ যেতে পারবে এমন আশা জোরালো হচ্ছে। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টায় নাসার কর্মকর্তারা সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর সিএনএনএ বিষয়ে নাসা ‘মার্স মিসট্রি সলভড্’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করে। নাসার সহযোগী প্রশাসক জন গ্রাসফিল্ড বলেন, মঙ্গলে তরল লবণাক্ত পানির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এতে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসা জানায়, সারা বছর পানি না-থাকলেও, মঙ্গলের নদীতে সেখানকার গ্রীষ্মে পানি থাকেই। বাকি সময় ঠান্ডার কারণে জল জমাট বেঁধে যায়। তাদের সাম্প্রতিক পর্যবেক্ষণ দীর্ঘদিনের থিওরোকেই সমর্থন করছে।নাসার বিজ্ঞানীদের দাবি, কোনো একটি নয়, একধিক নদী রয়েছে মঙ্গলে এবং, বর্তমানে সেইসব নদীতে পানিপ্রবাহ রয়েছে। কোনোটিই মরা বা শুকিয়ে যাওয়া নদী নয়। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, মঙ্গলের নদীর পানি মিষ্টি নয়, লোনা।এই পানির অস্তিত্ব মেলার পরেই মঙ্গলে প্রাণ নিয়ে প্রবল আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য যে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা, এদিন সে ইঙ্গিত দিয়েছে নাসা। তাদের দৃঢ় বিশ্বাস, লোনা পানিতে আণুবিক্ষনিক জীব থাকার সম্ভাবনা প্রবল।বিএ
Advertisement