প্রথম ইনিংসে অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া নিরীহ দর্শন এক ডেলিভারিতে ব্যাট এগিয়ে প্রথম স্লিপে ক্যাচ, পরের ইনিংসে অফ স্টাম্পের বাইরে দিয়ে যেতে থাকা লক্ষ্যচ্যুত ইয়র্কারে ব্যাট ঠুকে দিয়ে উইকেটের পেছনে ক্যাচ- দুই ইনিংসে খেললেন মোটে ১৩টি (৭+৬) বল। রান হলো না একটিও।
Advertisement
টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শূন্য তথা ‘পেয়ার ডাক’ দেখলেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক। নিজের সাত বছরের ৩৮ টেস্টের ক্যারিয়ারে এর আগে শূন্য রানে ফিরেছেন আরও ছয়বার। এমনকি খালি হাতে ফিরেছেন পরপর দুই ইনিংসেও; কিন্তু আগে কখনও একই টেস্টের দুই ইনিংসে রান করার আগেই আউট হননি মুমিনুল।
নিজের অধিনায়কত্বের প্রথম সিরিজের দ্বিতীয় ম্যাচেই এমন এক বিব্রতকর কীর্তির সাক্ষী হলেন তিনি। তবে অধিনায়ক হিসেবে জোড়া ডাক মারা প্রথম ক্রিকেটার নন তিনি। তার আগে আরও ২৩ জন অধিনায়ক একই টেস্টে আউট হয়েছেন জোড়া ডাক মেরে।
যেখানে রয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হাবিবুল বাশার থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের অনেক কিংবদন্তি অধিনায়কের নামও। আজ থেকে প্রায় ১১৭ বছর আগে ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে পেয়ার দেখেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জোসেফ ডার্লিং।
Advertisement
এরপর একে একে এই বিব্রতকর রেকর্ডে নাম লেখানো অধিনায়কের হলেন লরেন্স টানস্রেড (দক্ষিণ আফ্রিকা), বিজয় হাজারে (ভারত), হ্যারি কেভ (নিউজিল্যান্ড), স্যার ফ্র্যাঙ্ক উরেল (ওয়েস্ট ইন্ডিজ), রিচি বেনো (অস্ট্রেলিয়া), ইমতিয়াজ আহমেদ (পাকিস্তান), বিষেন সিং বেদি (ভারত), ইয়ান বোথাম (ইংল্যান্ড), অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া), মার্ক টেলর (অস্ট্রেলিয়া), স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড), কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ লতিফ (পাকিস্তান), নাসির হুসেইন (ইংল্যান্ড), জিমি অ্যাডামস (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার ইউনিস (পাকিস্তান), হাবিবুল বাশার (বাংলাদেশ), মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ও সরফরাজ আহমেদ (পাকিস্তান)। সবশেষ সংযোজন হলেন বাংলাদেশের মুমিনুল হক।
যার মানে বাংলাদেশের অধিনায়ক হিসেবে পেয়ার করা দ্বিতীয় ক্রিকেটার হলেন মুমিনুল। এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই জোড়া ডাক মেরেছিলেন তখনকার অধিনায়ক হাবিবুল বাশার।
এছাড়া শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচে জোড়া ডাক মারা বাংলাদেশি ব্যাটসম্যানের সংখ্যা সবমিলিয়ে ২৩ জন। সবচেয়ে বেশি ৩ বার পেয়ার করেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এছাড়া মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ, রবিউল ইসলাম শিবলু, রাজিন সালেহ ও মাশরাফি বিন মর্তুজা ২ টেস্টে আউট হয়েছেন জোড়া ডাক মেরে।
আর একবার করে পেয়ার দেখা বাকি ১৭ জন ক্রিকেটার হলেন মুমিনুল হক, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, আফতাব আহমেদ, শাহাদাত হোসেন রাজিব, জাভেদ ওমর বেলিম, এনামুল হক জুনিয়র, মানজারুল ইসলাম রানা, তারেক আজিজ, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, অলক কাপালি, তালহা জুবায়ের, আলমগীর কবির ও আমিনুল ইসলাম বুলবুল।
Advertisement
এসএএস/আইএইচএস/এমকেএইচ