জাতীয়

ফিরতি হজ ফ্লাইটে শুরুতেই বিড়ম্বনা

বিমান বাংলাদেশ এয়ালাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৬০১২ ঢাকায় পৌঁছেছে। সোমবার রাত ৮টা ২৭ মিনিটে ফ্লাইটটি ৪৫০ জন হাজি নিয়ে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।বিমানে আগত হাজি লিয়াকত আলী জানান, বাংলাদেশ সময় বেলা ২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফিরতি হজ ফ্লাইটটি।বিমানের প্রথম ফ্লাইটে আসা বগুড়ার হাজি এম রহমান জাগো নিউজকে জানালেন যাত্রার বিড়ম্বনার কথা। তিনি বলেন, ১৫ ঘণ্টা আগে ব্যাগেজ বুঝিয়ে দিতে হয়েছে। আবার বিলম্ব হলো ১২ ঘণ্টা। অব্যবস্থাপনা ছিল পদে পদে।একই ফ্লাইটে আসা মিরপুরের হাজি হাফিজুর রহমান জানান, এ পর্যন্ত বেশ কবার হজে গিয়েছেন তিনি। এবার হজ ক্যাম্প থেকে বিড়ম্বনার শুরু। দেশে আসা পর্যন্ত যেনো শেষ নেই। তার উপর ক্রেন দুর্ঘটনা ও মিনা ট্রাজেডি হজযাত্রীদের মধ্যে আরো আতঙ্ক বাড়িয়ে দেয়।উল্লেখ্য, সৌদি এয়ারলাইন্সের ফিরতি আনুষ্ঠানিক ফ্লাইটে সিডিউল বিপর্যয় না ঘটলেও বিমানের বেলায় ছিল বিছমিল্লায় গলদ। এক লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে।এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।## বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায়আরএম/বিএ

Advertisement