আন্তর্জাতিক

মালালার সঙ্গে ডেভিড বেকহামের সাক্ষাত

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইর সঙ্গে সাক্ষাত করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক ডেভিড বেকহাম। সাক্ষাতের পর সোমবার মালালার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বেকহাম। ছবিটি পোস্ট করে লিখেছেন, অবিশ্বাস্য এবং অনুপ্রেরণাদানকারী মালালার সঙ্গে সাক্ষাতটা ছিলো আমার সৌভাগ্য।এরপর বেকহাম মালালার প্রশংসা করে বলেন, হাজার হাজার মানুষের সত্যিকারের রোল মডেল মালালা।উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানে তালেবান জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন মালালা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সুস্থ হয়ে এখন সেখানেই পড়াশোনা করছেন মালালা। নারীশিক্ষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই কিশোরীর ঝুলিতে ইতিমধ্যে জমা হয়েছে সম্মানজনক অনেক পুরস্কার। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে  নোবেল পুরস্কার পায় মালালা।এসআইএস/আরআইপি

Advertisement